কলকাতা: আজ নির্জনতার কবি, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিন। যে কবি আমাদের বাংলা সাহিত্যকে পূর্ণ করেছেন।
“আলো-অন্ধকারে যাই—মাথার ভিতরেস্বপ্ন নয়, কোন্ এক বোধ কাজ করে;স্বপ্ন নয়—শান্তি নয়—ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়;” ।

প্রেমের কবির আজ ১৭ ফেব্রুয়ারি জন্মজয়ন্তী। টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুদ্ধতম রূপসী বাংলার কবি ১৮৯৯ সালের ১৭ ফ্রেব্রুয়ারি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।
জীবনান্দকে ছাড়া প্রকৃতি অধরা, গ্রামের নারী অধরা, নারীর চালধোয়া হাত অধরা।
জীবনানন্দের কবিতা আমাদের মাটির কাছে আসতে শিখিয়েছে। প্রকৃতি, আলো ছায়ার খেলা তাঁর সৃষ্টিতে। বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এই লেখক একাধারে কবি, অধ্যাপক, প্রাবন্ধিক, গল্পকার, উপন্যাসিক, গীতিকার।
মৃত্যুর আগ পর্যন্ত কবি জীবনানন্দ ততটা জনপ্রিয়তা না পেলেও মৃত্যুর পর তাঁর সৃষ্টিশীলতা তাঁকে শ্রেষ্ঠ কবির মর্যাদায় অধিষ্ঠিত করে।