কলকাতা: শুক্রবার নবান্নের তরফে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
ছুটি দিয়েই মন ভরিয়ে দেয়া হয়েছে সরকারি কর্মচারীদের। নতুন তালিকায় মনিষীদের জন্মদিন সহ অন্যান্য ছুটি মিলিয়ে প্রায় দেড় মাস ছুটি থাকবে সরকারি কর্মচারীদের।
রাজ্য সরকারি অফিস এবং সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কার্যকর থাকবে এই ছুটির তালিকা। এবং পাশাপাশি স্থানীয় সরকারি অফিসগুলিতেও ছুটির নির্দেশিকা কার্যকর থাকবে।
জানা যাচ্ছে , এনআই অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালে ২২ দিন ছুটি থাকবে। এর সঙ্গে রাজ্য সরকারের তালিকা অনুযায়ী ২৩ দিন থাকবে ছুটি। অর্থাৎ মোট ৪৫ দিন ছুটি থাকবে কর্মীদের। চিন্তা করা যায়? ছুটিই ছুটি। সরকারি কর্মচারীদের খুশির জোয়ারে ভাসিয়ে দেয়া হয়েছে।
২৪ সালে মহালয়া হবে ২ অক্টোবর যা বুধবার। দ্বিতীয়া ও তৃতীয়ায় থাকবে শনিবার এবং রবিবার। এই দু’দিনও ছুটি থাকবে সরকারি কর্মচারীদের। আর লক্ষী পুজো হবে ১৬ তারিখ, বুধবার।