কলকাতাঃ নিয়োগ দুর্নীতিতে যতই সময় গড়াচ্ছে ততোই একের পর এক নাম সংবাদ মাধ্যমে উঠে আসছে। অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের(Haimanti Ganguly) নাম উঠে এসেছে।
নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh) বর্ণিত রহস্যময়ী নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে(Haimanti Ganguly) নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল। হৈমন্তির(Haimanti Ganguly) ফ্ল্যাটবাড়ি অফিসের ঠিকানা পাওয়া গেলেও তাঁর এবং তাঁর স্বামী গোপাল দলপতি ওরফে আরমানের দেখা মেলেনি।
এদিকে CBI সূত্ৰের দাবি, গোপাল দলপতির (Gopal Dalapati) ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়। ২০১৬-য় বড়বাজারে (Burrabazar) বেসরকারি ব্যাঙ্কে আরমান নামে অ্যাকাউন্ট খোলেন গোপাল দলপতি। হৈমন্তীকে নমিনি করেছিলেন গোপাল দলপতি ওরফে আরমান। CBIয়ের আরও দাবি, ২০২৩-এর জানুয়ারি পর্যন্ত ওই অ্যাকাউন্টের নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায় (Haimanti Ganguly)।
প্ৰসঙ্গত উল্লেখ্য যে, আলিপুর আদালত থেকে বেরোনোর সময় বৃহস্পতিবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম প্ৰকাশ করেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। তিনি বলেন- নিয়োগ দুর্নীতিতে রহস্যময়ী হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়। যিনি গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।
এদিকে বৃহস্পতিবার থেকেই ফের খোঁজ নেই গোপাল দলপতির(Gopal Dalapati)। পাশাপাশি কোনও পাত্তা নেই হৈমন্তীরও। এদিকে হৈমন্তীর মা দাবি করছেন, গোপাল দলপতির(Gopal Dalapati) সঙ্গে মেয়ের বিয়ে হলেও, পরে ডিভোর্স হয়ে গেছে।