কলকাতা: ঘরে ঘরে চলছে ভাইফোঁটা, উপহার দেয়ার পালা। চলছে খাওয়া দাওয়া।
চেতলা অগ্রনীতে ভাইফোঁটা নিলেন পশ্চিমবঙ্গের ফিরহাদ হাকিম। “এটা আন্তরিকতার ভাইফোঁটা, রাজনৈতিক ভাইফোঁটা নয়” বললেন মেয়র ফিরহাদ।
এদিকে, বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি অবশ্য সুযোগ পেলে খোঁচা দিতে ছাড়েন না।
সাংবাদিকরা প্রশ্ন করেন ভাই ফোঁটার দিন এ রাজ্যের সবার যিনি দিদি, তাঁর উদ্দেশ্যে কি বলবেন?
এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,দিদি হিসেবে উনি আমাদের সবার অভিভাবক। আশা করব, সবার দিকে তাঁর সমান দৃষ্টি থাকবে। পশ্চিমবাংলাকে উনি সুরক্ষিত করবেন। যাতে সব ভাই বোন একসঙ্গে থাকতে পারে। যারা আজকে রাস্তায় বসে আছে, যারা DA-এর জন্য আন্দোলন করছে, তারাও তো ওনার ভাই। কমপক্ষে আজকে তাদের সবার কথা উনি ভাবুন।’