কলকাতা: পুজো প্যাণ্ডেলের থিম তো হাজার রকম হয়। তাই বলে ফুচকা দিয়ে ?
এই বছর খাদ্যবস্তু ফুচকা দিয়ে প্যান্ডেল সাজিয়ে রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে বেহালার (Behala) নূতন দল (Nutan Dal)। গত দেড়মাস ধরে চলেছে এই সাজসজ্জার কাজ।
তবে এই নিয়ে অনেকেই অসন্তুষ্ট। জানা গিয়েছে, সূত্রের খবর, বেহালার এই প্যান্ডেল সাজাতে থিম শিল্পী অয়ন সাহাকে দেড় মাস ধরে সাহায্য করে চলেছেন নেদারল্যান্ডস থেকে বেহালা উড়ে আসা দুই ওলন্দাজ শিল্পী বেঞ্জামিন এবং মার্টিনা।
বাঁশ, কাঠ, টিন এবং বাহারি রঙের কাপড়ের মাঝে আছে বিভিন্ন সাইজের সব ফুচকা। আর ফুচকা একদম আসল। নকল নয়।