কলকাতা: দুর্গাপূজা শেষ, এবার দীপাবলি। রামায়ণ অনুসারে বিজয়া দশমী বা দশেরায় রাবণ বধ করে এই দীপাবলির রাতে অযোধ্যা ফিরেছিলেন রাম, সীতা ও লক্ষণ। তাঁদের স্বাগত জানাতে প্রদীপের আলোয় সেজে উঠেছিল গোটা অযোধ্যা। সেই থেকেই দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রথা চলছে।
আসলে দীপাবলি হল মনের অন্ধকার ও জীবনের অন্ধকারকে দূর করে আলোর জয়গান।
প্রতিটি ঘর আলোয় সেজে ওঠে দীপাবলির দিন।
দীপাবলি ১২ নভেম্বর ২০২৩
অমাবস্যা তিথি শুরু ১২ নভেম্বর ২০২৩ সকাল ১১টা ১৪ মিনিট থেকে।
অমাবস্যা তিথি শেষ ১৩ নভেম্বর ২০২৩ সকাল ১১টা ২৬ মিনিটে।