কলকাতা: এবার মা দুর্গার আগমন এবং গমন দুটোই ঘোড়ায়। এই আগমন এবং গমনে অনেক কিছু নির্ধারণ করা হয়।
হিন্দু শাস্ত্র (Hindu Shastra) অনুযায়ী মনে করা হয়, দেবী দুর্গার মর্তে আগমন ও গমন যে বাহনে, তার ওপর নির্ভর করে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে।
এবছর মা দুর্গার আগমন বা গমন কিসে?
২০২৩ সালে দেবী দুর্গার আগমন
এই বছর দেবী দুর্গার আগমন ঘোটকে,মানে ঘোড়ায়। যার অর্থ ছত্রভঙ্গ
২০২৩ সালে দেবী দুর্গার আগমন গমন
উমা কৈলাসে ফিরবেনও ঘোটকে, যার অর্থ ছত্রভঙ্গ।
শাস্ত্রে বলা আছে, কোনও বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হলে সেটা অশুভ।