১০ টি রেড জোন হিসেবে ঘোষণা করা পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা মোট হয়েছে ১৫৪৮ জন।
এছাড়া ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৭ জন। ফলে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৯। বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়েছে করোনার সঙ্গে অন্যান্য উপসর্গ বা অসুখজনিত (কো-মরবিডিটি) জন্যে মৃত ৭২ জনকে নিয়ে ওই সংখ্যা দাঁড়িয়েছে ১৫১।
এদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানাচ্ছেন, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি, বেলগাছিয়া বা অন্যত্র করোনা রোগের সংক্রমণ কিছুটা কমলেও বড়বাজার, জোড়াসাঁকো, পোস্তা প্রভৃতি এলাকায় তা বাড়ছে। তাই আমরা বড়বাজারে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করার কথা ভাবছি। এ ব্যাপারে আলোচনা চলছে, পুলিশ পুরো বিষয়টি দেখছে।
কলকাতার ৩৩৪টি কন্টেইনমেন্ট জোনে কঠোর ব্যবস্থা নিচ্ছে পুরসভা।