কলকাতা : অনলাইনে আজকাল সব হয়। বিয়ে, ভাইফোঁটা, সব হয়। এবার কলকাতার তরুণী এক কাণ্ড ঘটালেন।
অস্ট্রেলিয়ার বিশ্বজয়ের নায়ক ট্র্যাভিস হেড (Travis Head)। ট্র্য়াভিসের পারফরম্য়ান্সে মুগ্ধ হয়ে তাঁকে ‘বিয়ে’ করে ফেললেন হেমশ্রী ভদ্র।
সিঁদুর পরে ডিজিটালি বিয়ে সারলেন। হেমশ্রী একজন কন্টেন্ট ক্রিয়েটার। ইনস্টাগ্রামে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের নাম selena.bb22, বায়োতে লেখা ‘মিস কলকাতা’, লেখিকা, মডেল, অভিনেত্রী ও ইউটিউবার।
সবসময়ই চর্চায় থাকেন তিনি। হেমশ্রী একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টায়। দেখা যাচ্ছে, তাঁর পরনে বেনারসি শাড়ি, কপালে লম্বা করে সিঁদুর টানা। হাতে ট্র্য়াভিসের ফটো। তাঁকে ভার্চুয়ালি বিয়ে করেন হেমশ্রী।