নয়াদিল্লি: ভারত সরাসরি ইজরায়েলের পক্ষে দাঁড়িয়েছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরাসরি টুইট করেছেন এই নিয়ে। আর এটাই স্বাভাবিক কারণ ভারতের খুব কাছের বন্ধু ইজরায়েল।
ইজরায়েল আর হামাসের যুদ্ধে গোটা বিশ্ব দুটো ভাগে ভাগ। ভারতের প্রতিবেশী বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে। তবে সেসবে ভারতের কিছুই আসে যায় না।
তবে যুদ্ধ মানেই রক্তক্ষয়। রাজায় রাজায় লড়াই হয় উলুখাগড়ার প্রাণ যায়। এটাই হয়ে আসছে। তবে হামাস যেভাবে ভিমরুলের চাকে ঢিল ছুঁড়েছে তাতে খেসারত তো দিতেই হচ্ছে।
এদিকে, জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে ইজরায়েল। এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন হাজারেরও উপর নিরীহ মানুষ। তবে ভারতের কংগ্রেস আছে ফিলিস্তিনের পক্ষে । প্যালেস্টাইনের পক্ষে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি প্রস্তাব ঘিরে তুঙ্গে বিতর্ক।
শনিবার ইজরায়েলের বুকে ভয়াবহ হামলা চালায় প্যালেস্টাইনের জেহাদি সংগঠন হামাস। নির্বিচারে শয়ে শয়ে নিরীহ ইজরায়েলি নাগরিককে হত্যা করে তারা। সোমবার প্যালেস্টাইনের সমর্থনে একটি প্রস্তাব পাশ করে কংগ্রেস।
সেখানে বলা হয়েছে, ‘কংগ্রেস সবসময় প্যালেস্তিনীয়দের পাশে রয়েছে। তাঁরা সম্মান, গরিমা ও আত্মমর্যাদার সঙ্গে জীবন অতিবাহিত করবেন এটাই আমরা চাই। ইজরায়েলের জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সংঘাত থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।’
এই নিয়ে বিজেপি একহাত নিয়েছে কংগ্রেসকে। দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসকে তোপ দেগে লিখেছেন, ‘ইজরায়েল যুদ্ধের বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যে রেজোলিউশন পাশ করেছে, তা থেকে স্পষ্ট ভারতীয় পররাষ্ট্র নীতি কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতির কাছে বন্দি। মোদী আসার আগে দেশের এই হাল ছিল। আর এটাই তার উদাহরণ।’