কলকাতাঃ গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্ৰত মণ্ডলের(Anubrata Mandal) বিরুদ্ধে বাজারের দাম থেকে ডিড ভ্যালু কম দেখিয়ে জমি কেনাবেচা করার অভিযোগ এনেছেন ইডি-র আধিকারিকরা। জানা যাচ্ছে, ২৩ লক্ষ টাকার সম্পত্তি দেখানো হয়েছে ৮ লক্ষ টাকায় কেনা।
এর আগেও ED অভিযোগ করেছিল, বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্ৰত মণ্ডল(Anubrata Mandal) নগদে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন।
জানা যাচ্ছে ED আধিকারিকদের জেরায় বারবার ভেঙে পড়ছেন অনুব্ৰত মণ্ডল(Anubrata Mandal)। প্ৰশ্নে মেয়ে সুকন্যর নাম উঠলেই থমকে যাচ্ছেন। বলছেন – ‘‘আমার মেয়ে নির্দোষ’’।
বুধবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্ৰত(Anubrata Mandal)কে। কিন্তু এতো টাকা কোথা থেকে এল তা তিনি বলতে পারেননি।
জানা যাচ্ছে তিনি(Anubrata Mandal) সহযোগিতা করছেন না। সূত্ৰের খবর, অনুব্রতর(Anubrata Mandal) কাছ থেকে মূলত টাকার উৎস সম্পর্কে জানতে চাইছে ED। কয়েক বছরের মধ্যে কী ভাবে রকেটের গতিতে অনুব্রতর সম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে, টাকা কোথা থেকে এসেছে, রাজনৈতিক নেতা অনুব্রতর (Anubrata Mandal) রোজগারই বা কী, এসবই জানতে চাইছেন ED-র তদন্তকারীরা।
জানা যাচ্ছে, গরু পাচারে আয়ের টাকা কোথায় গেল? কোন কোন রাজনৈতিক প্রভাবশালীর কাছে গরু পাচারের টাকা পৌঁছেছিল? কী ভাবে তা হাতবদল হয়েছিল? কী ভাবে গরু পাচারের কালো টাকা বিভিন্ন জায়গায় লগ্নি করে সাদা করার চেষ্টা হয়েছিল? এই প্ৰশ্নগুলি সামনে রেখেই জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ED-র তদন্তকারী আধিকারিকরা।
এদিকে বীরভূমের ভোট নিয়ে অভিনেত্ৰী শতাব্দী রায় ব্যাট ধরলেন অনুব্ৰতর হয়ে। তিনি বলেন- অনুব্ৰতর শারীরিক অবস্থা খারাপ হলে নিশ্চয়ই ইডি এবং সিবিআইকে তার দায়িত্ব নিতে হবে।