কলকাতা: নোবেলজয়ী অমর্ত্য সেন মারা গেছেন এমন একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে হঠাৎ।
এবং বেশ কিছু খবর হয়ে যায় এই নিয়ে।
নোবেলজয়ী ও ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়ো খবরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তবে জানা গিয়েছে খবরটি ভুয়ো। এবং ভালোই আছেন তিনি। সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন ৮৯ বছর বয়সী নোবেলজয়ী।
এই খবরটিকে সম্পূর্ণ মিথ্যা আখ্যা দিয়ে অমর্ত্য কন্যা নন্দনা বলেন, ‘বাবা সম্পূর্ণ সুস্থ, বর্তমানে কেমব্রিজে রয়েছেন। এমনকী সপ্তাহে দু’দিন হার্ভার্ডে ক্লাসও নিচ্ছেন।’