কলকাতাঃ এবার জিম থেকে ছবি দিয়ে “মজা শুরুর” ইঙ্গিত দিলেন টলি অভিনেত্ৰী শ্রাবন্তী চট্টোপাধ্যায়(Actor Srabanti Chatterjee)। সেই ছবি ঘিরে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। মেঝেতে পাতা যোগাসনের ম্যাট, যোগাসনের বিভিন্ন ভঙ্গিতে বসে দেখা গেল অভিনেত্ৰী শ্ৰাবন্তীকে। বর্তমানে সিনেমার প্রচারে ও জিম করেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন অভিনেত্ৰী শ্রাবন্তী(Actor Srabanti Chatterjee)। এর আগেও বহুবার Social Mediaয় বডি শেমিংয়ের মুখোমুখি হতে হয় শ্রাবন্তীকে। ওজন বেড়ে যাওয়ায় হাসির পাত্রীও হয়েছেন তিনি।
গ্ল্যামার জগতের তারকা শ্ৰাবন্তী, রোগা তো তাঁকে হতেই হবে। তাই আপাতত জিমে গিয়ে শরীরচর্চা শুরু করেছেন অভিনেত্ৰী। বিভিন্ন আঙ্গিকের ছবি দিয়ে অভিনেত্রী(Actor Srabanti Chatterjee) লেখেন,”মজা শুরু করা যাক”।
অভিনেত্ৰীর ছবি দেখে ট্ৰোলের শিকার হয়েছেন অভিনেত্ৰী। অনেকেই প্ৰশ্ন করেছেন- ‘পরিপাটি চুল, ঠোঁট গোলাপি! এত সেজে কি জিমে আসা যায়?’ বসার ধরনেও কটাক্ষের শিকার হয়েছেন শ্ৰাবন্তী। অনেকেই ছবির নিচে সন্দেহ প্রকাশ করে লিখেছেন, এ কেমন মজার কথা বলেছেন তিনি। তবে এসবকে পাত্তা দিতে নারাজ তিনি। মৌনতাকেই হাতিয়ার করেছেন শ্রাবন্তী(Actor Srabanti Chatterjee)।