কলকাতা: মাত্র এক ঘন্টা পর ইবি দফতর থেকে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত তাড়াতাড়ি তো বের হবার কথা না, তাই স্বাভাবিকভাবেই অবাক হবার কথা।
বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে তাঁর কালো রঙের গাড়ি প্রবেশ করে সিজিও চত্বরে। এবং ১২টা বেজে ৬ মিনিটে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন সিজিও কমপ্লেক্সের গেট পেরিয়ে।
এর আগের বার অভিষেককে টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এবং তার আগেও কখনো বা ৬ ঘণ্টা, কখনও বা ৮ ঘণ্টা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখোমুখি হয়েছেন তিনি।অর্থাৎ প্রতিবার লম্বা সময়ের ব্যাপার ছিল। তবে এবার এক ঘন্টায় বেরিয়ে এলেন।
অভিষেক বলেন, ‘‘ওঁরা তথ্য চেয়েছিলেন। আমি ওঁদের ৬০০০ পাতার নথিপত্র জমা দিয়ে এসেছি। ওঁরা বলেছেন, এত নথি দেখতে সময় লাগবে। দরকার পড়লে আপনাকে আবার ডেকে পাঠাব।’’
বলেন, ‘‘আমি তদন্তে বরাবর সহযোগিতা করেছি। চাইলে আদালতের নির্দেশ মোতাবেক নথি পাঠিয়ে দিয়ে দায় সারতে পারতাম। কিন্তু আমার লুকোনোর কিছু নেই। ওরা মাত্র দু’দিন আগে আমাকে নোটিস পাঠিয়ে নথি নিয়ে সশরীরে হাজির হতে বলেছিল। তাই আমি আজ নথি নিয়ে এসেছিলাম। ভবিষ্যতেও যত বার ডাকবে, তত বার আসব।’’