কলকাতা: যত আশ্চর্য কাণ্ড পশ্চিমবঙ্গে। আর কঙ্কাল ঘটনা যেন পিছু ছাড়েই না।
এবার বাগুইআটির জগৎপুরে চিকিৎসকের বাড়ির বাথরুমে হোয়াইট সিমেন্টে আঁটা ড্রাম থেকে নরকঙ্কাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় খুনের ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, বাড়ির মালিক হোমিওপ্যাথি চিকিৎসক গোপাল মুখোপাধ্যায় বুধবার সকালে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুন, ২০১ তথ্য প্রমাণ লোপাট ধারায় মামলার রুজু হয়েছে।
সেই কঙ্কালের আবার কিছু অংশ পাওয়া যায়নি। বাঁ হাতের আঙ্গুলের মধ্যমা এবং অনামিকার কিছু অংশ পাওয়া যায়নি। এখন কীভাবে কী হয়েছে সেগুলো তদন্তে বেরোবে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, কঙ্কালটি একজন মহিলার। ঘটনা তো অবশ্যই জটিল, বাকিটা বেরোবে।