মশার উপদ্রবে জীবন নাজেহাল। কিন্তু সারাদিন তো মশারি লাগিয়েও রাখা যায় না। 

এমন বেশ কয়েকটি গাছ আছে, যেগুলির গন্ধ মশা সহ্য করতে পারে না।

মশারোধক গাছগুলি বাড়ির এদিক ওদিক লাগালে তার গন্ধে মশা পালাবেই।

গাঁদা ফুলের গন্ধ সহ্য করতে পারে না মশা বা অন্য পোকা-মাকড়। বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। 

তুলসি গাছও বেশ উপকারি। আর তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত, বিশুদ্ধ রাখতে সাহায্য করে।

এমনকি লেবু পাতার গন্ধও মশা, মাছি সহ্য করতে পারে না। মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগান।

আর বাড়িতে যদি রসুন গাছ লাগাতে পারেন তাহলে মশার উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়!