পুজোয় নতুন জামাকাপড়, জুতো তো পরা হবেই। পায়ে ফোস্কাও পড়ে নতুন জুতোয়।

নতুন জুতোর ঘষায় ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় দিনে ৩ বার মতো মধু লাগিয়ে দিন। ফোস্কা শুকোবে।

নতুন জুতো পরার আগে পায়ে সরষের তেল বা নারকেল তেল মেখে নিন। ফোস্কা পড়লে ফোস্কার জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে দিন। ভ্যাসলিনও লাগাতে পারেন।

ফোস্কা যদি পড়ে তাহলে সামান্য জলের সঙ্গে কিছু আটা গুলে থকথকে করে ফোস্কার উপর লাগান।

পায়ে ফোস্কা পড়লে ভুলেও ফাটাবেন না।