সাবান আমাদের ত্বকের মৃত কোষগুলি পরিষ্কার রাখতে সাহায্য করে।

তবে সাবানের পরিবর্তে বেসন অথবার মুসুর ডালের পেস্ট দিয়েও শরীর পরিষ্কার করা যেতে পারে।

প্ৰত্যেকদিন স্নানের সময় সাবান ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

সাবান তৈরিতে ব্যবহার করা হয় কস্টিক সোডা, যা আমাদের স্বকের জন্য বেশ ক্ষতিকারক।

মানুষের ত্বক বিশেষ করে মুখের চামড়া বেশ সেনসিটিভ হয়। এই চামড়ায় থাকে বেশ কিছু পরত বা পর্দা।

নিয়মিত সাবান ব্যবহারের ফলে ত্বকের নমনিয়তা নষ্ট হয়। চামড়া হয় নিষ্প্ৰাণ।

প্ৰতিদিন সাবান ব্যবহার করলে আমাদের ত্বকে থাকা গুড ব্যাকটেরিয়াগুলি মরে যায়। ত্বক ক্ষতিগ্ৰস্ত হয়।