নবনীতা দেবসেন একজন বাঙালি কবি, লেখক এবং শিক্ষাবিদ।

একজন নারীর দৃষ্টিভঙ্গি থেকে সাহিত্যকে বিচার-বিশ্লেষণ করার রসদ নবনীতা পেয়েছিলেন মায়ের জীবন এবং সাহিত্য চর্চা থেকে।

শৈশব থেকেই এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন।

বাংলা, ইংরেজি ছাড়াও তিনি হিন্দি, ওড়িয়া, অসমিয়া, ফরাসী, জার্মান, সংস্কৃত এবং হিব্ৰু ভাষা পড়তে পারেন।

১৯৭৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্ৰধান ছিলেন।

গল্প, উপন্যাস, কবিতা, গবেষণা, প্ৰবন্ধ, ভ্ৰমণকাহিনী, অণুবাদসাহিত্য, শিশু সাহিত্যে এক উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর।

প্ৰথাগত নারীবাদী তকমার বিরোধী তিনি, তবুও মেয়েদের কথা বারবার নবনীতা দেবসেনের লেখায় উঠে এসেছে।