হালকা রোদে ভালো করে ঘাম শুকিয়ে তারপর পাট করে ইকোফ্ল্যান্ডলি ক্যারিব্যাগে তুলে রাখলে শাড়ি যত্নে থাকে।

শাড়ি হালকা ডিটারজেন্টে ধুয়ে জল ঝড়িয়ে শুকোতে হয়। তবে সব শাড়ির ক্ষেত্ৰে তা প্ৰযোজ্য নয়। 

সিল্কের শাড়ি ড্ৰাইক্লিন করে আলমারিতে হ্যাংগারে ঝুলিয়ে রাখলে অনেকদিন পৰ্যন্ত টেকসই হয়। 

নতুন শাড়ি কাচার সময় হালকা পরিমাণ নুন দিলে এতে শাড়ি ভালো থাকে। তবে সব শাড়ির ক্ষেত্ৰে নয়। 

সিল্কের শাড়ি, তাঁতের শাড়ি, শিফন সব আলাদা আলাদা করে হ্যাংগারে রাখলে শাড়ি ভালো থাকে। 

শাড়িকে মাঝে মধ্যেই নিয়মিত হালকা রোদে দিতে পারলে তা বছরের পর বছরে ভালো থাকে।