শীতে ত্বকের প্রচুর সমস্যা হয়

কালো দাগ হয় ত্বকে

একদম শুষ্কতার দিন বলেই এমন হয়

বাড়িতে ব্যবহৃত চা-পাতা দিয়ে নিমেষে এই ত্বকের সমস্যা দূর করুন

রোদে পোড়া ভাব দূর করতে ফেলে দেওয়া চা পাতা বা টি ব্যাগ ঠান্ডা জলে চুবিয়ে মুখে লাগান

শুধু তাই নয়, যদি আপনার চোখের নীচে ডার্ক সার্কেলস থাকে বা চোখ ফোলা থাকে, সে ক্ষেত্রে ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করতে পারেন 

এতে থাকা ক্যাফেইন চোখের নীচের কালো দাগ দূর করতে সাহায্য করে