রান্নাঘরে থাকা অনেক জিনিস দিয়ে ত্বকচর্চা করা যায়

হলুদের অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহনাশক গুণ শুধু ত্বকের জেল্লা বাড়ায় না। ত্বকে কোনও ক্ষত বা দাগ থাকলে তা-ও সারিয়ে তোলে।

সামান্য হলুদ জলে গুলে মুখে মেখে নিতেও পারেন, আবার প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে উষ্ণ গরম দুধে এক চিমটে হলুদ দিয়ে খেতেও পারেন।

ত্বকের যত্নেও লবঙ্গ অপরিহার্য। লবঙ্গ পিষে মধুর সঙ্গে মিশিয়ে ব্রণর মুখে লাগিয়ে রাখলে ব্ৰণ থেকে উপশম পাওয়া যায়।

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই গোলমরিচ এবং মাখন আপনার ত্বকে এক্সফোলিয়েটর হিসাবে কাজ করে। যা ত্বকে মরা কোষ, ব্ল্যাকহেডস্-এর মতো সমস্যা দূর করে।

দারুচিনির অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ এবং ব্রণের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে জাফরান বেশ জনপ্রিয়। জাফরান এবং দুধ একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ব্যবহার করলে কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

ব্ল্যাক হেডস থেকে রক্ষা পেতে সাহায্য করবে গোল মরিচ। এক চা চামচ টকদইয়ের সঙ্গে এক টেবিল চামচ গোল মরিচের গুঁড়ো মিশিয়ে প্যাক তৈরি করে ত্বকে ম্যাসাজ করে কিছুক্ষণ পর জন দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ হবে।