অসমিয়া জনজাতি, সংস্কৃতির অন্যতম লোকাচার প্ৰতীক কাতি বিহু। কাতি বিহুর অনেক তাৎপর্য রয়েছে।

রঙালি, ভোগালি বিহুর মতো কঙালি অথবা কাতি বিহু খুব একটা ধুমধাম করে পালিত হয় না।

আশ্বিন মাসের শেষ দিন নিয়ম নীতি মেনে কাতি অথবা কঙালি বিহু পালন করা হয়।

কাতি বিহুতে সন্ধ্যার সময় তুলসী তলায় প্ৰদীপ জ্বালান অসমিয়া নারী পুরুষ উভয়েই।

লোক বিশ্বাস, কাতি বিহুর দিন সকাল সকাল ঘর দুয়ার পয় পরিস্কার করে রাখলে বাড়িতে মা লক্ষ্মীর সমাগম হয়।

কাতি বিহুতে সন্ধ্যা প্ৰদীপ দিয়ে ধরিত্ৰী শস্য শ্যামলা হোক, সকলের সমৃদ্ধি হোক ঈশ্বরের কাছে প্ৰার্থনা করা হয়।

বিভিন্ন কৃষি সংক্ৰান্ত বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, রীতি নীতি এই কাতি বিহুর সঙ্গে ওতপ্ৰোতভাবে জড়িত রয়েছে।