বসন্ত পঞ্চমী ভোরের অপেক্ষায় থাকে ছাত্রছাত্রী থেকে শুরু করে বড়রাও

সেই দিনই পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী

সকাল সকাল স্নান সেরে তাঁর পায়ে পুষ্পাঞ্জলি দেয় পড়ুয়ার দল

বিদ্যার দেবী সরস্বতীর বাহন শ্বেত রাজহংস

রাজহাঁসই একমাত্র পাখি যে পাত্রের মধ্যে থাকা জলমিশ্রিত দুধ থেকে শুধু দুধটি শুষে নিতে পারে

এর অর্থ অসারকে ফেলে সে শুধু সার গ্রহণ করে

ছাত্র ছাত্রীরাও যেন এই নীতি অনুসরণ করে চলে