ঢেঁকিছাঁটা এককাপ চালের ভাতে আমাদের দৈনন্দিন চাহিদার শতকরা ৮০ ভাগ ম্যাঙ্গানিজ থাকে।

ম্যাঙ্গানিজ স্নায়ু ও প্ৰজননতন্ত্ৰের কার্যক্ৰমে বিশেষ ভূমিকা রাখে।

ঢেঁকিছাঁটা চালে সেলেনিয়াম নামের গুরুত্বপূর্ণ উপাদান থাকে, যা হৃদরোগ, ক্যান্সার ও বাতের ঝুঁকি কমায়।

ঢেঁকিছাঁটা চালের ভাত খেলে ডায়াবিটিস অনেকটাই নিয়ন্ত্ৰণে থাকে।

ঢেঁকিছাঁটা চাল খেলে তাতে প্ৰোটিন ও কার্বোহাইড্ৰেটের পরিমাণ ঠিক থাকে।

চিকিৎসকের কথায়, ঢেঁকিছাঁটা চাল শরীরে পুষ্টির পরিমাণ ঠিক রাখে।

পুষ্টিবিদরা জানাচ্ছেন, ঢেঁকিছাঁটা চালের ভাত খেলে হাঁটু ও কোমরের বিভিন্ন সংযোগের ব্যথা অনেকটা নিয়ন্ত্ৰণে থাকে।