চুলের সমস্যায় শুধু মেয়েরাই নন, চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া, তাড়াতাড়ি পেকে যাওয়ার মতো হাজার সমস্যায় ভোগেন ছেলেরাও। মহিলা এবং পুরুষ নির্বিশেষে কেশ সংক্রান্ত নানা অসুবিধার সম্মুখীন হন।

চিকিৎসকদের মতে, চুলের পর্যাপ্ত যত্নের অভাবেই যে একমাত্র এমনটা হয়, তা কিন্তু নয়। বেশ কিছু জটিল রোগের কারণও লুকিয়ে থাকতে পারে এই ধরনের লক্ষণগুলিতে।

চিকিৎসকদের মতে, টাইপ ২ ডায়াবিটিস শরীরের বাসা বাঁধলেও মাথায় তার নানা লক্ষণ প্রকাশ পেতে থাকে।

চিকিৎসকরা জানাচ্ছেন- নতুন চুল না গজালে, মাথার বিভিন্ন অংশে চুলের বৃদ্ধির হারে ভারসাম্য না থাকা, চুল খুব দ্রুত হারে বাড়লে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বস্টন বিশ্ববিদ্যালয়ের মহামারিবিদ্যা বিভাগের গবেষকদের করা ২০১৯ সালের একটি গবেষণা অনুযায়ী, টাইপ ২ ডায়াবিটিসের সঙ্গে মেয়েদের মাথার চুল পড়ার যোগাযোগ আছে।

শরীরের অক্সিজেন এবং বেশ কিছু পুষ্টির অভাব তৈরি হলেও কিন্তু চুল ক্রমশ নষ্ট হয়ে যেতে থাকে।

স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব করা, সব সময়ে তেষ্টা পাওয়া, সারাক্ষণ ক্লান্ত লাগা, ওজন কমে যাওয়া, দ্রুত ক্ষত না সারা, ৪০-এর পর থেকে সাধারণত এই লক্ষণগুলি বেশি করে দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।