মোমো আজকের যুগে ভীষণ জনপ্রিয় একটি খাবার
কিন্তু জানেন কি এগুলো স্বাস্থ্যের জন্য ভাল নয়?
মোমো তৈরি হয় মিহি ময়দা, অ্যাজোডিকারবোনামাইড, বেনজয়েল পারক্সাইডের মতো উপাদান দিয়ে
মোমো
নরম রাখতে অ্যালোক্সান নামক উপাদান মেশানো হয়, এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
এই উপাদানগুলি শরীরের অগ্ন্যাশয়ের ক্ষতি করে। বাড়ে ডায়াবেটিসের ঝুঁকি
নন-ভেজ মোমো তৈরি করা হয় মুরগির মাংস দিয়ে। কিন্তু সেটা কেমন মাংস তা তো আপনি জানেন না
মোমোর
লাল চাটনিও ক্ষতিকর। এটি থেকে পাইলস হতে পারে।