আজকাল মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার বেড়েছে

 মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করা খারাপ কিছু না। এতে যোনিতে সংক্রমণের ঝুঁকি প্রায় থাকে না বললেই চলে

প্যাডের তুলনায় ‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করা অনেক বেশি স্বাস্থ্যকর

এই ধরনের কাপ এমন ভাবেই বানানো হয় যাতে সেটি শক্ত হয়ে যোনির ভিতরে আটকে থাকে

মলমূত্র ত্যাগ করার সময়ে তা খুলে বেরিয়ে আসার সম্ভাবনা কম

আঙুল দিয়ে এই কাপ বার করে আনা যায়। হাত যেন পরিষ্কার থাকে। এর মাপ আছে, দেখে কিনবেন

‘মেনস্ট্রুয়াল কাপ’ ব্যবহার করার সঙ্গে কুমারীত্ব হারানোর কোনও সম্পর্ক নেই