বাজি নয়, দীপাবলি হোক মিষ্টির উৎসব।

আলোর উৎসব দীপাবলি। সমস্ত অন্ধকার ঘুঁচে যাক, জ্ঞানের আলো আসুক সকলের জীবনে।

চারিদিকে আলোর রোশনাই, প্রদীপের আলো আর মিষ্টিমুখের জন্যই তো সারা বছরের প্রতীক্ষা।

সারা দেশেই ধুমধাম করে পালন করা হয় দীপাবলি। মন্দির, মণ্ডপে সকলেই মেতে ওঠেন শ্যামা মায়ের পুজোয়।

অনেকে বাড়িতে ধনতেরাসের পুজো করেন। শুভক্ষণ দেখে অনেকে আবার সোনা, রূপা কিনে থাকেন।

এছাড়াও লক্ষ্মী, গণেশের পুজোও হয় এই সময়। অনেকে আবার হালখাতার পুজো করেন। অবাঙালিদের মধ্যে দীপাবলিতেই হয় নতুন বছরের সূচনা।

বাংলাতেও দীপাবলির স্পেশ্যাল নানা মিষ্টির প্রচলন থাকলেও সবচেয়ে বেশি কদর রসগোল্লার। রসগোল্লা ছাড়া যে কোনও উৎসব অসম্পূর্ণ।