ঘুচে যাক মনের সমস্ত অন্ধকার। আলোর উৎসবের নাম দীপাবলি

ধনতেরস থেকে শুরু করে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত চলে দীপাবলি

হিন্দু সম্প্রদায় ছাড়াও শিখ ও জৈন ধর্মাবলম্বীরাও পালন করে থাকেন আলোর উৎসব দীপাবলি

দীপাবলির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পুরাণ গল্প। রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের অযোধ্যায় ফেরার কাহিনি। রয়েছে মহাভারতের গল্প।

রামায়ণ মতে দশেরায় রাবণ বধ করে দীপাবলিতেই অযোধ্যায় ফেরেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের স্বাগত জানাতেই অযোধ্যা নগরী সাজানো হয় প্রদীপ জ্বালিয়ে।

মহাভারত ইতিহাস মতে, শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করে তাঁর প্রাসাদে বন্দি ১৬ হাজার নারীকে উদ্ধার করেন। মৃত্যুর আগে নরকাসুর কৃষ্ণের কাছে বর চেয়ে নেন। যে তাঁর মৃত্যুর দিনটি যেন ধূমধাম করে পালিত হয়। এই দীপাবলিতেই নাকি নরকাসুরকে বধ করেছিলেন কৃষ্ণ।

জৈনধর্ম অনুযায়ী দীপাবলিতেই নির্বাণ লাভ করেছিলেন মহাবীর।