শীত দরজায় কড়া নাড়ছে। শীতের মরশুমে ত্বক উজ্জ্বল রাখতে মেনে চলতে হবে কয়েকটি টিপসঃ

শীত যত এগিয়ে আসে আমাদের স্কিন ততই শুষ্ক এবং রুক্ষ হতে শুরু করে। মুখ ছাড়াও শরীরের বাকি অংশেও ময়েশ্চারাইজার প্ৰয়োগ করতে হবে।

শীতকালে ত্বকে ময়েশ্চারাইজার লাগানোর আগে সিরাম ব্যবহার করলে ত্বকের জেল্লা ধরে রাখতে পারা যায়।

শীতকালে ঠোঁট, গাল, নাক খুব তাড়াতাড়ি শুকিয়ে খড়খড়ে হয়ে যায়। হায়লারনিক অ্যাসিড, সেরামাইড বা পেপটাইডের মতো জিনিস সাহায্য করে ত্বকের ক্ষত দ্ৰুত সারিয়ে তুলতে।

স্নানের আগে হালকা ময়েশ্চারাইজার লাগালে চলবে না, বরং স্নানের আগে নারকেল তেল মালিশ, কোকো বা শিয়া বাটারের মতো গাঢ় ময়েশ্চারাইজার লাগালে ত্বক আর্দ্ৰ থাকবে ভাল ভাবে।

শীতকালে ত্বক বেশি শুষ্ক থাকে। তাই বেশি ঘষাঘষি না করে স্ক্ৰাব ব্যবহার করা যেতে পারে সপ্তাহে একদিন। এমন স্ক্ৰাব যা ত্বকের আর্দ্ৰতা ধরে রাখে।

পেট্ৰোলিয়াম জেলি দিয়ে ঠোঁট ফাটা সামল দেওয়া না গেলে আরও ভারী কোনও লিপ বাম নিয়মিত লাগাতে হবে।