ঘরে অবশ্যই ওষুধ এনে রাখুন।

বাজির ওপর মুখ নিয়ে গিয়ে কখনো আগুন দেওয়ার চেষ্টা করবেন না।

লম্বা লাঠি ব্যবহার করে বাজিতে আগুন ধরাতে হবে। কোনো রিস্ক নেয়া যাবে না।

বাজিতে প্রথমবার আগুন দেওয়ার পরে তা না ফাটলে আবার তাতে আগুন ধরাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। ফেলে দিন সেটা।

আর বাজি ফাটানোর পর তার ওপর বালি চাপা দিন মনে করে

রকেট বা অন্য যেসব বাজিতে আগুন ধরানোর পর আকাশে উঠে যায়, সেসব বাজির মুখ যেন ভুল করেও আপনার দিকে না থাকে। সাবধান! 

এত সাবধানতার পরও যদি কোনও জায়গা পুড়ে যায় তাহলে সেই জায়গা পরিষ্কার করে ভিজে সুতির কাপড় দিয়ে বাঁধুন, চিকিৎসকের ফোন নম্বর অবশ্যই রাখুন।