ষড়ঋতুতে শীতের আগমন বৈচিত্র্যময়। শীতকাল কি তবে চলেই এল।

৬টি ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তবে সব ঋতুর প্রাধান্য ও প্রভাব এক নয়।

গ্রীষ্ম, বর্ষা ও শীত প্রত্যক্ষ আর শরৎ, হেমন্ত ও বসন্ত পরোক্ষভাবে প্রকৃতিতে প্রতিফলিত হয়। গ্রীষ্ম, বর্ষা ও শীত-এই ৩ ঋতু প্রকৃতির ওপর ব্যাপক প্রভাব ফেলে।

বাতাসে শিরেশিরে ভাব। ঘুম থেকে উঠেই যেন টান ধরছে হাত-পায়ের চামড়ায়। শীতের আগমন বার্তা।

রবীন্দ্ৰনাথ ঠাকুরের গান-কবিতা হোক বা গ্রামবাংলার নবান্ন উৎসবের উদ্‌যাপন, সবের মধ্যেই বর্ষাবিদায়ের পর হেমন্তের উদ্‌যাপনের আভাস থাকে, তারপর শীত

তবে বছরে বছরে গরমে রেকর্ড তৈরি হচ্ছে। গরমের তীব্ৰতা বাড়ছে।

তবে নভেম্বরের মাঝামাঝির আগে শীতের আভাস মেলার আশা নেই। এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।