স্নানের ঠিক পরই পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করুন।  এতে সুঘ্রাণ দীর্ঘ সময় থাকে।

চিবুকের নিচে গলার দুপাশে পারফিউম ব্যবহার করুন। এতে গন্ধ দীর্ঘস্থায়ী ও তীব্র হবে।

কবজি, কনুইয়ে পারফিউম ব্যবহার করুন

আরো যেমন,  হাঁটুর পেছনে, পায়ের গোড়ালি, নাভির কাছে, কানের পেছনে পারফিউম লাগান, ঘ্রাণ অনেক সময় থাকবে। 

দিনের বেলা ভারি পারফিউম ব্যবহার করুন। শরীরের পালস পয়েন্টে পারফিউম লাগান।

কাপড়ের ওপর পারফিউম লাগাবেন না।তাতে দাগও পরে কাপড়ে।

আরো যেমন, পারফিউম দেওয়ার সময় সেই বোতল শরীর থেকে অন্তত ৫-৭ ইঞ্চি দূরে  রাখুন।