শীতকালে ঘন ঘন শ্যাম্পু না করেও চুলের গোড়া পরিষ্কার রাখা যায়।

এক্ষেত্ৰে সকালে ঘুম থেকে উঠেই চুল ভালো করে আঁচড়ে নিতে হবে। তবে চুল আঁচড়ানোর সময় ব্যবহার করতে হবে মোটা দাঁড়ার চিরুনি।

শ্যাম্পু করতে না চাইলে অন্তত স্নানের সময় চুল ভালো করে ধুয়ে নেওয়া দরকার। এতে মাথায় চুলের নিচের ত্বক ভালো থাকে। খুশকির সমস্যা দূর হয়।

শীতকালে বাইরে বেরোলে চুল এবং ত্বকে বেশি ময়লা জমে। তাই মাথায় ওড়না বা স্কার্ফ নিয়ে বেরোলে চুল পরিষ্কার থাকে।

চুল হলে অবশ্যই চুল বেঁধে বের হওয়া উচিত।

শীতকালে খুশকির সমস্যা বেড়ে যায়। তাই চুল ধোয়ার সময় এক মগ জলে পাতিলেবুর রস মিশিয়ে মাথায় ঢাললে খুশকির সমস্যা দূর হয়।

শ্যাম্পু ছাড়াও চুলে যত্নে গ্ৰিন টি ব্যবহার করা যেতে পারে। ১০ থেকে ১৫ মিনিট গ্ৰিন টি ফুটিয়ে নিয়ে সেই জল ঠান্ডা করে ছাকনির মধ্যে ছেকে মাথা ধুলে চুল পরিষ্কার এবং ভালো থাকে।