ময়েশ্চারাইজারের তুলনায় ত্বককে কোমল ও মসৃণ রাখতে নারকেল তেল, মধু, আর অলিভ অয়েল ব্যাবহার করলে ভালো ফল পাওয়া যেতে পারে।

ম্যাট লিপস্টিক বা ম্যাট ব্লাশ অন ত্বককে আরও শুষ্ক করে দেয়। শীতের সময় এগুলি ব্যবহারে বিরত থাকুন।

ঠোঁটকে আর্দ্র রাখে এমন লিপ বাম ব্যবহার করুন।

ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচাতে সবচেয়ে কার্যকরী হল অ্যালোভেরা জেল। শীতে ত্বকের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার।

শীতে ত্বকের যত্নে ব্যবহার করুন গ্লিসারিন। গ্লিসারিনে অল্প জল মিশিয়ে মাঝেই মাঝেই মেখে নিতে পারেন। এতে ত্বকের শুষ্ক ভাব কমবে।

ময়েশ্চারাইজার হিসেবে শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য গোলাপের পাপড়ি দারুনভাবে কাজ করে।

গোলাপের পাপড়ি ও চন্দন, গোলাপের জল দিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে আধঘন্টা লাগিয়ে রাখলে ভালো ফল পাওয়া যায়। ত্বকে একটু গোলাপি আভা এবং উজ্জ্বল ভাব চলে আসে।