ত্বকে ভীষণ ময়লা জমে, কিন্তু আমরা যত্ন নেই না।

যত্ন না নেয়ার ফলেই ত্বকে ময়লা জমে এবং ত্বকে সঠিকভাবে অক্সিজেন প্রবেশ করতে না পারায়, ব্রণ, অ্যাকনে, ব্ল্যাকহেডসের সমস্যা দেখা যায়

ব্ল্যাকহেডস দূর করতে নিয়মিত স্ক্রাবিং করতে হয়। 

নারকেল তেলের সাথে চিনি মিশিয়ে ব্ল্যাকহেডসের অংশে মিশ্রণ ব্যবহার করা দরকার।

ব্ল্যাকহেডস দূর করতে উপকারী বেকিং সোডা ও জলের মিশ্রণ।

দুধ আর মধু গরম করে ঠান্ডা করে নিয়ে ব্ল্যাকহেডস হওয়া অংশে ব্যবহার করুন।

এক চামচ দারুচিনির গুঁড়োর সঙ্গে লেবুর রস, একটু হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করে ব্ল্যাকহেডসের অংশে ব্যবহার করুন।