বয়স ৪০ পেরিয়ে গেলে ত্বকের আর্দ্ৰতা বজায় রাখা জরুরি।

ত্বকের আর্দ্ৰতা বজায় রাখতে হলে রোজ স্নানের পর হাতে পায়ে ভালো করে ময়েশ্চারাইজার মাখলে ভাল উপকার পাওয়া যায়।

যতবার হাত ধোয়া হয় ততবার ময়েশ্চারাইজার ব্যবহার করলে ভাল ফল পাওয়া যেতে পারে।

ঘর থেকে বাইরে বেরোনোর আগে মুখে হাতে সানস্ক্ৰিন অবশ্যই মাখতে হবে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে হাতে নাইট ক্ৰিম লাগাতে হবে।

ঘরের কাজ কাপড় কাচা, বাসন মাজা করলে হাতে গ্লাভস পরে কাজ করাই শ্ৰেয়।

ধূমপানের অভ্যাস থাকলে তা অবশ্যই ছাড়তে হবে। কারণ ধূমপানে চামড়া কুঁচকে যায়।