ফুসফুস পরিষ্কার, কার্যকর রাখার জন্যে  ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে।  দুধ, ডিম, দই, মাছ, মাংস ইত্যাদি খেতে হবে নিয়ম করে

হলুদ ভীষণ উপকারি এক্ষেত্রে।

ড্রাই ফ্রুটস- কাজু, আখরোট, পেস্তা খান। আর মিষ্টি কুমড়ার বীজও খেতে পারেন।

এই খাবারগুলো ফুসফুসে অক্সিজেন সরবরাহ ও প্রদাহজনিত সমস্যা রোধ করতে সহায়ক।

তুলসি পাতা ভীষণ কার্যকর।  তুলসিপাতার রস খেতে পারেন।

ফুসফুস ভালো রাখতে কালোজিরাও কিন্তু খুব  ভালো কাজ করে।

এছাড়াও লেবু, আমলকি, কমলা, আপেল, পেয়ারা ইত্যাদি খাবার খেতে থাখুন। এগুলোতে প্রচুর ভিটামিন 'সি' আছে।