পুজোয় নিজের যত্ন নিতেই হবে। নখের হলদেটে ভাব দূর করুন লেবু দিয়েই।

হালকা গরম জলে লেবুর টুকরো দিয়ে দিতে হবে। সেই জলে ১ থেকে ২ মিনিট হাত ভিজিয়ে রাখুন। এতে করে  নখের হলুদ দাগ দূর হবে।

এবার আপনি যেকোনো ধরনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, তাহলেই  পাবেন একবারে পরিষ্কার সাদা নখ।

তাছাড়া হলদে নখে শুধু লেবু ঘষলেও নখ সাদা হয়ে যায়।

আর পরিষ্কার ঝকঝকে রঙের কোনো নেইলপলিশ দিন, তাতে করে নখ  দেখতে আরো উজ্জ্বল লাগবে।

আর একটার উপর আরেক নখপালিশ লাগাবেন না।  নখ হলদেটে হয়ে এলে আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিন, তাতে নখ  ঝকঝকে, উজ্জ্বল দেখাবে।

এছাড়াও এক চামচ বেকিং সোডার সাথে অর্ধেক লেবুর রস মিশিয়ে তৈরি করা পেস্ট নখে লাগালেও কাজ হয়।  

এছাড়াও নারকেল তেল নিয়ে নখে লাগিয়ে পনেরো মিনিটের মতো রেখে  ধুয়ে ফেলুন ।