অনেকের জুতা মোজা খুললেই পা থেকে বোঁটকা গন্ধ বেরোয়। তবে এই গন্ধ দূর করা সম্ভব।

লবণ জলের ব্যবহার করুন প্রতিদিন বাড়ি ফিরে।  হালকা গরম জলে লবণ ঢেলে মিনিট ১৫ পা ডুবিয়ে রাখুন। 

বেকিং সোডার অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সাহায্য করে। পা পরিষ্কার করে সামান্য বেকিং সোডা ভালো করে ঘষে নিন। কিছুসময় রেখে  মোজা পরুন। 

সবসময় সুতির মোজা ব্যবহার করুন। ঘাম কম হবে।

কাজ থেকে এসে রাতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন পায়ে।

জুতো রোদে দিতে হবে। আর প্রতিদিন মোজা বদলে পরুন।

ফুটানো চা-পাতা দিয়ে প্রতিদিন ২০ মিনিট করে পা ভিজিয়ে রাখুন। এতে করে পা কম ঘামবে।