কয়েলের পরিবর্তে বাড়িতে কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন, এতে মশা যায়।

মশা তাড়াতে রসুনও খুব কাজে আসে। রসুনের স্প্রে ব্যবহার করুন।

মশা কখনও টক দ্রব্যের গন্ধ এবং লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না।লেবু লবঙ্গের সাহায্যে মশা তাড়ানোর উপায় আছে।

বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না মোটেও।

আপনি জানলায় নেট লাগাতে পারেন। সন্ধ্যা হলেই জানলা বন্ধ করে দিন।

রাতে মশারি না টাঙিয়ে শোবেন না।

গাঁদা, তুলসি, লেমনগ্রাস, পুদিনা, ক্যাটনিপের মতো গাছ লাগাতে পারেন। মশার উপদ্রব কমতে পারে।