ভুঁড়ি কমানো যায় । কয়েকটি নিয়ম শুধু মেনে চললেই হলো 

খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে

লাল চাল বা লাল আটার তৈরি খাবার এবং শাকসবজি ও ফলমূলজাতীয় খাবারে আঁশ থাকে। এগুলো খেতে হবে

গ্রিন-টিতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব কার্যকর। 

আখরোট, কাঠবাদাম খেতে হবে

দুধ, চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস ছাড়তে হবে

ঝাল খাবার খান, পেটের মেদ কমে যাবে