অতিরিক্ত মানসিক চাপ বা ঘুম কমের কারণেও চোখের চারপাশে কালো পড়ে।

ডার্ক সার্কেল দূর করতে টমেটো সবচেয়ে কাজ দেয়। আর ত্বক থাকে কোমল ও সতেজ।

ডার্ক সার্কেল দূর করতে আলুও অনায়াসে ব্যবহার করতে পারেন। 

এছাড়াও ঠান্ডা টি-ব্যাগ ব্যবহার করলে ডার্ক সার্কেল খুব তাড়াতাড়ি দূর হয়।

ঠাণ্ডা দুধের সর লাগালেও উপকার পাওয়া যায়। 

আরো কাজে আসে কমলা লেবুর খোসা। রোদে শুকিয়ে পিষে সাথে গোলাপ জল মিশিয়ে চোখে লাগালে ডার্ক সার্কেল দূর হয়।

আর বারবার চোখ ঘষবেন না। 

৬ থেকে ৮ ঘণ্টা প্রতিরাতে ঘুম নিশ্চিত করুন।