প্রতিদিন সকালে খালি পেটে ঈষদুষ্ণ জলে এক চিমটে হলুদ খেলে শরীরের বিষ বের হয়, অর্থাৎ টক্সিন বের হয়।এই জল বাড়ায় হজমশক্তি।

ত্বকের পরিচর্যায় হলুদ তো দারুণ উপকারী। 

হলুদে অ্যান্টি-অক্সিডেন্টও থাকে।

হলুদ-জল শরীরের ওজন কমাতে সাহায্য করে।

এক গ্লাস হলুদ জলে জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করতে পারে।

লিভারের জন্যও হলুদ মেশানো জল বেশ উপকারী।

ত্বকের জেল্লা ফিরবে হলুদে।