চিরতার জল খেলে কৃমি থেকে উপশম পাওয়া যায়। চিরতার জল শরীরকে বিভিন্ন রোগে আক্রান্ত হবার হাত থেকে বাঁচায়।

চিরতা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারি।

আরো যেমন, চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণ কম করে।

চিরতা জ্বরের সময় খুব কাজ দেয়

আপনি কি জানেন যে, চিরতা তারুণ্য ধরে রাখতে সাহায্য করে ।

চিরতার জল লিভার পরিষ্কার রাখে।

বদহজম, গ্যাস, অম্বলের সমস্যা দূর হয়। চিরতা শরীরকে একেবারে ভেতর থেকে পরিষ্কার রাখে