অ্যালোভেরা বাংলায় যাকে বলে ঘৃতকুমারী। এর অনেক গুণ রয়েছে। জীবনের নানা কাজে গৃহস্থালির টুকিটাকি থেকে মারাণ রোগ হার মানে এর কাছে।

শরীরে সুথিং অনুভূতি দিতে এর জুড়ি নেই। স্নানের সময় বডি স্ক্রাব এর উপাদান হিসেবে ব্যবহার করা যায় অ্যালোভেরা  ও অলিভ তেলের মিশ্রণ।

এটা ত্বকের লিপিড কোষ এর পরিমাণ বাড়াবে আর শরীর থেকে সমস্ত জেদি ময়লাও নাশ করবে।

রান্নার সময় গরম তেল ছিটকে হাতে লেগে গেলে  বা গরম পাত্রে পড়ে গেছে অসাবধানে হাত। অ্যালোভেরার ভেতরের জেল লাগিয়ে নিলে জ্বালাও কমবে পোড়ার দাগ পড়ার আশঙ্কাও থাকবে না।

সান ট্যানিং থেকে বাঁচতে অ্যালোভেরা জেল মুখ হাত ও গলায় লাগিয়ে নিলে তারপর শুকিয়ে এলে জল দিয়ে পরিষ্কার করে নিলে সানবার্নের বাদামী ভাব দূর হয়।

কেটে গেলে অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ট্যাবলেট গুলে একটা পেস্ট বানিয়ে কাটা অংশে লাগালে রক্তপাত বন্ধ হয় আর এটি এন্টিসেপটিকের কাজ করে।

এনিমিয়া দূর করে। অ্যালোভেরা পিল নিলে শরীরে হিমোগ্লোবিন এর পরিমাণ বাড়িয়ে তোলে, ফলে এনিমিয়া উধাও হতে বেশি সময় লাগে না।