হিন্দু পুরাণ অনুসারে দেবী পার্বতীর নয়টি রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী ৷ 

দিন – ১ 

প্রতিপদে পূজিত হন শৈলপুত্রী  নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয় ।

দিন – ২ 

দ্বিতীয়ায় পূজিত হন ব্রহ্মচারিণী মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হচ্ছে ব্রহ্মচারিণী। এখানে ‘ব্রহ্ম’ শব্দের অর্থ তপস্যা। 

দিন – ৩

তৃতীয়ায় পূজিত হন চন্দ্রঘন্টা – ৩য় দিনে চন্দ্রঘন্টার পূজা করেন ভক্তগণ।

দিন – ৪ 

চতুর্থীতে পূজিত কুষ্মাণ্ডা – দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে “কুষ্মাণ্ডা” নামে পরিচিতা।

দিন – ৫

পঞ্চমীতে পূজিত হন স্কন্দমাতা মা দুর্গার পঞ্চম শক্তি স্কন্দমাতা।

দিন – ৬

ষষ্ঠীতে পূজিত হন কাত্যায়নী ।

দিন – ৭ 

সপ্তমীতে পূজিত হন কালরাত্রি।

দিন – ৮

অষ্টমীতে পূজিত হন মহাগৌরী ।

দিন – ৯

তথা নবমীতে পূজিত হন সিদ্ধিধাত্রী – নবদুর্গার নবম তথা শেষ রূপ সিদ্ধিদাত্রী।