আঙুল ফোটানোর অভ্যাস আমাদের অনেকেরই আছে

আঙুল ফোটানো এমন নেশা হয়ে যায় আঙুল না ফোটালে মনে হয় ব্যথা হতে থাকে

আঙুল ফোটানোর অভ্যাসের সঙ্গে মানসিক বা শারীরিক কোনো সমস্যার যোগ নেই

আঙুল ফোটানোর মাধ্যমে আঙুলের অস্থিসন্ধির দুটি ভাগের মধ্যে দূরত্ব বাড়ে

এর ফলে গ্যাস বাবল তৈরি হয়

গ্যাস বাবল ফেটে আঙুল ফোটানোর শব্দ হয়।

এজন্য পরপর একই আঙুল ফোটে না