দুর্গাপূজায় দিনেরবেলা গরম এড়াতে পরুন হালকা পোশাক।

দিনের বেলা হালকা রঙের শাড়ি অথবা স্যালওয়ার কামিজ, বেছে নিন সুতি কিংবা লিনেনের পোষাক

চুল পনি টেল বেধে হালকা মেকআপে বেরোলে মন্দ হয়না। দেখতেও বেশ উজ্জ্বল লাগবে। আর গরম থেকেও বাঁচা যাবে। 

চোখ রাঙানোর জন্য বেছে নেওয়া যেতে পারে কালারবারের বেরি ব্লাশ আইশ্যাডো প্যালেট। বেরি রঙের বিভিন্ন শেড পেয়ে যাবেন এই আইশ্যাডো প্যালেটে। 

উৎসবের মরশুমে সিঁথি রাঙিয়ে তুলতে পারেন বিবাহিতারা। কালারবার সিঁদুরের রিচ পিগমেন্টেড কালার বহুক্ষণ স্থায়ী হয়। স্মাজ তো করেই না, দাগ হওয়ার সমস্যাও থাকে না! 

চোখে অতিনাটকীয়তার ছোঁয়া আনতে বেছে নিতে পারেন ল্যাকমি অথবা কালারবারের কাজল।

পচুর পরিমাণে জল পান করুন, কড়া রোদে না বেরিয়ে কোনও প্যাণ্ডেলে অথবা ছায়ার মধ্যে থেকে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন।